সংস্থার কার্যক্রম
আমরা দুস্থ শিশু এবং নারীদের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর জন্য সমর্থন করি!
প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি সংগঠন কর্তৃক গৃহীত ও পরিকল্পিত সকল কার্যক্রমকে সফলভাবে বাস্তবায়ন করার জন্য। আরও আন্তরিকতার সাথে স্মরণ করি সংগঠনের সাথে সম্পৃক্ত সম্মানিত সদস্যগণের সকল প্রকার সাহায্য ও সহযোগীতা । সংগঠনের সম্মানিত সদস্য এবং নির্বাহী পরিষদের সদস্যদের দিক-নির্দেশনা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে রিয়াদুল মুসলিমাত এর সকল কার্যক্রম পরিচালিত হয়। রিয়াদুল মুসলিমাত এর প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে- ০১.রিয়াদুল মুসলিমাত শিশু শিক্ষালয় ০২.রিয়াদুল মুসলিমাত অনাথ বালিকা নিবাস
প্রাথমিক শিক্ষা
প্রতিদিন সকাল ৮.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত ‘‘প্রাথমিক শিক্ষা’’ কার্যক্রম
বৈকালিক দ্বীনি শিক্ষা
প্রতিদিন বিকাল ৩.০০ টা থেকে ৬.০০ টা পর্যন্ত “বৈকালিক দ্বীনি শিক্ষা কার্যক্রম
রিয়াদুল মুসলিমাত এর সকল কার্যক্রমই সেবাদান মূলক, যা মূলতঃ শিক্ষাদান কার্যক্রমের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। শিক্ষাদান কর্মসূচি সংগঠনের অন্যতম প্রধান কার্যক্রম। সংগঠনের নিজস্ব ভবনে সংগঠনের সম্মানিত সদস্যদের তত্বাবধানে ও বেতনভুক্ত শিক্ষক/শিক্ষিকা দ্বারা সকল শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করা হয়।
রিয়াদুল মুসলিমাত শিশু শিক্ষালয় একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। এখানে সকল কার্যক্রম সম্পুর্ণ অবৈতনিক। প্রতিদিন সকল শিক্ষার্থী এবং স্টাফদের মাঝে টিফিন বিতরণ করা হয়। শিক্ষাদান কার্যক্রম মূলতঃ সপ্তাহে ৬ দিন দুইটি পর্যায়ে পরিচালিত হয় ।
১। প্রতিদিন সকাল ৮.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত ‘‘প্রাথমিক শিক্ষা’’ কার্যক্রম এবং
২। প্রতিদিন বিকাল ৩.০০ টা থেকে ৬.০০ টা পর্যন্ত “বৈকালিক দ্বীনি শিক্ষা কার্যক্রম”।
এক নজরে সংস্থার কার্যক্রম

প্রাথমিক শিক্ষা কার্যক্রম
রিয়াদুল মুসলিমাত শিশু শিক্ষালয়ের প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় বোর্ড নির্ধারিত কারিকুলাম অনুযায়ী। এই শিক্ষা প্রতিষ্ঠানে প্লে-গ্রুপ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষা দেওয়া হয়। সকল শ্রেণিতে বোর্ড নির্দেশিত বিষয় সমূহের উপর পাঠদান করা হয়। আলহামদুলিল্লাহ, এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অত্র এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে আছে। বিগত বছরগুলোতে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫ম এবং ৮ম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশগ্রহনকারী সকলেই সফলতার সাথে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক শিক্ষা কার্যক্রমে শিক্ষক-শিক্ষিকা সংখ্যা ১০ জন। এছাড়াও প্রয়োজনে নির্বাহী সদস্যগণ সদা-সর্বদা সহযোগীতা করেন। বর্তমানে শিক্ষার্থী ৩৭৫ জন।
বৈকালিক দ্বীনি শিক্ষা
দ্বীনি শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদেরকে সহীহ ও শুদ্ধভাবে পবিত্র কোরআন শরীফ পড়ার শিক্ষা দেয়া হয়। এছাড়াও নামাজ, রোজা, বিভিন্ন মাসনুন দোয়া, অর্থসহ সূরা, হাদিস, আল্লাহর নাম, ধর্মীয় আদব–কায়দা সম্পর্কে শিক্ষা দেয়া হয়। এই শিক্ষা কার্যক্রমে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক–শিক্ষিকার মাধ্যমে পাঠদান করা হয়।


নৈতিকতা শিক্ষা
নৈতিকতা শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ছাত্রীদের বিভিন্ন নবী–রাসূলগণের জীবনী ও তাঁদের আদর্শ, বিভিন্ন দোয়া, শিক্ষা মূলক ধর্মীয় গল্প, ধর্মীয় আদব–কায়দা, আচার–আচরণ প্রভৃতি বিষয় সম্পর্কে শিক্ষা দেয়া হয়।
কারিগরি প্রশিক্ষণ (সেলাই শিক্ষা)
৩য় শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত এই স্কুলে অধ্যয়ণরত ছাত্রীরা এই সেলাই শিক্ষা কার্যক্রমে অন্তর্ভূক্ত। বয়স অনুযায়ী এদেরকে সূঁচ–সুতার বিভিন্ন ধরনের হাতের সেলাই, কাটিং এবং কাটিংয়ের সাথে সম্পৃক্ত হাতের কাজ, টেইলারিং কাজের জন্য প্রয়োজনীয় সামগ্রীর পরিচিতি, সেলাই মেশিন চালনা সহ সব ধরনের সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। এই কারিগরী প্রশিক্ষণ সপ্তাহে ৪ দিন পরিচালিত হয়। প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ মহিলা শিক্ষিকা দ্বারা এই কার্যক্রম পরিচালনা করা হয়


হেলথ এবং হাইজিন শিক্ষা (মেয়ে শিশুদের জন্য)
বেসরকারী সংস্থা “পিআরএ প্রোমোটার্স সোসাইটি বাংলাদেশ” প্রতিমাসে ২ দিন এই প্রতিষ্ঠানে অধ্যয়ণরত মেয়েদের হেলথ এবং হাইজিন বিষয়ে প্রশিক্ষণ দেন। এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী মোট শিক্ষার্থী সংখ্যা ৪৫ জন। এই শিক্ষা কার্যক্রম মূলতঃ ছবি দেখানো এবং আলোচনার মাধ্যমে পরিচালনা করা হয়, যার প্রতিপাদ্য
১। প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সাধারণ ও গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া।
২। মেয়েদের রোগ বালাই , পরিষ্কার–পরিচ্ছন্ন ও সুস্থ থাকার বিভিন্ন বিষয়।
রিয়াদুল মুসলিমাত অনাথ বালিকা নিবাস
রিয়াদুল মুসলিমাত অনাথ বালিকা নিবাসে ছাত্রী সংখ্যা কম-বেশি ৫০ জন। এদের বয়স সীমা ৮ বৎসর থেকে ১৫ বৎসর। এরা নার্সারী থেকে ১০ম শ্রেণি পর্যন্ত অধ্যয়ণরত মেয়ে শিশু। আবাসিক মেয়েদের নিয়মিত প্রাথমিক শিক্ষা, দ্বীনি শিক্ষা, ও কারিগরি শিক্ষায় অংশগ্রহন বাধ্যতামূলক। এছাড়াও লেখা-পড়ার পাশাপাশি তাদের গৃহস্থালী কাজেও প্রশিক্ষণ দেয়া হয়।

উচ্চতর শিক্ষা
এই শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়ণরত মেধাবী শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা গ্রহনের জন্য আর্থিক সহযোগীতা প্রদান করা হয়।
বিনোদন ব্যবস্থা
ছাত্র–ছাত্রীদের মনোঃ দৈহিক বিকাশের জন্য বিভিন্ন ধরনের বিনোদন মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, অভিনয়, আবৃত্তি, ছবি অংকন প্রতিযোগীতা, ক্রিড়া প্রতিযোগীতা ও পিকনিক এর আয়োজন করা হয়। এছাড়াও সরকারী নির্দেশক্রমে বিশেষ বিশেষ দিবস উদযাপন করা হয়। বার্ষিক পরীক্ষায় ভাল ফলাফলের জন্য শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এছাড়াও সংগঠনের সম্মানিত সদস্য এবং শিক্ষার্থীদের অংশগ্রহনে
১. রমযান পুর্ববর্তী সময়ে ঈদ মেলার আয়োজন করা হয়।
২. শীত কালীন সময়ে পিঠা উৎসবের আয়োজন করা হয়।
৩. বছরের শেষ কার্যদিবসে ক্লাস পার্টির আয়োজন করা হয়।
৪. কোফতা পার্টি এবং কেক পার্টির আয়োজন করা হয়।
৫. প্রতি সপ্তাহে শ্রেণী ভিত্তিক প্রজেক্টর ক্লাস নেয়া হয়।
৬. ঈদ সফর এবং শিক্ষা সফর এর আয়োজন করা হয়।
৭. মৌসুমী ফলের মেলার আয়োজন করা হয়।
৮. রমযান মাসে ইফতার পার্টির আয়োজন করা হয়



অন্যান্য কার্যক্রম
১। লায়ন্স ক্লাব ঢাকা ওয়েসিস এর সৌজন্যে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (খাতা,কলম,পেন্সিল,রাবার,সার্পনার) কম্বল ও হাইজিন কিটস বিতরণ।
২। সকল ছাত্র–ছাত্রীদের বিনা মূল্যে নতুন পোশাক (স্কুল ড্রেস) বিতরণ ।
৩। আবাসিক মেয়েদের ঈদ উপলক্ষ্যে নতুন পোশাক এবং নগদ অর্থ বিতরণ।
৪। সকল আবাসিক–অনাবাসিক শিক্ষার্থীর অভিভাবকদের ঈদ উপলক্ষ্যে নতুন শাড়ি ও লুঙ্গি বিতরণ।
৫। দুঃস্থ মহিলাদের মাঝে নতুন শাড়ি বিতরণ করা। (যারা পবিত্র রমযান মাসে সংগঠনের ভবনে তারাবীহ সালাত আদায় করেন।
৬। আবাসিক মেয়েদের জন্য সম্মানিত সদস্য কর্তৃক নিয়মিত উন্নতমানের রান্না খাবার, সকালের নাস্তা, ইফতারী, মৌসুমী ফল ও দুধ পরিবেশন।
প্রতি বছর স্টাফ ও শিক্ষার্থীদের মাঝে
ইফতার উপকরণ (ছোলা, চিনি,খেজুর) বিতরণ।
ঈদ উপকরণ (সেমাই,চিনি,গুড়ো দুধ এবং পোলাও চাল) বিতরণ।
কোরবানীর গোশত ও বিভিন্ন সময়ে সাদাকার গোশত বিতরণ।
আয়মুখী কার্যক্রম
রিয়াদুল মুসলিমাত অনাথ বালিকা নিবাসের সকল দুস্থ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং তাদের স্বাবলম্বি করার জন্য বিভিন্ন রকমের আয়মুখী কার্যক্রম পরিচালনা করা হয়। সংগঠনের নির্বাচিত সদস্যদের নিজস্ব মেধা ও তত্ত্বাবধানে এই সকল কার্যক্রম পরিচালিত হয়। প্রতিটি আয়মুখী কার্যক্রম থেকে প্রাপ্ত সকল অর্থ ব্যয় করা হয় এতিম এবং অসহায় শিশুদের প্রতিপালনে।
বুটিক
শিক্ষার্থীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে একটি বুটিক পরিচালিত হচ্ছে। এই বুটিকে শাড়ী, সালোয়ার কামিজ, বেড শীট, বেড কভার, কুশন কভারে নানা রকম হাতের কাজ, এপ্লিক, এম্ব্রয়ডারী, ব্লক, বাটিক করে বিক্রয় করা হয়। আবাসিক শিক্ষার্থীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এর মাধ্যমে।
রান্না শিক্ষা কার্যক্রম
শিক্ষার্থীদের নিজ নিজ কর্মদক্ষতা বিবেচনা করে তাদের স্বাবলম্বি করার আরেকটি প্রচেষ্টা রান্না শিক্ষা কার্যক্রম। এই শিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের দেশীয় খাবারের পাশাপাশি বিভিন্ন রকমের মুখরোচক খাবার তৈরী প্রক্রিয়া হাতে কলমে শেখানো হয়।
বিশুদ্ধ মশলা
শতভাগ বিশুদ্ধতা নিশ্চিত করতে সংগঠনের সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে বেসন, হলুদ,মরিচ, ধনে গুড়া, জিরা গুড়া এবং ঘি তৈরী করে প্যাকেটজাত করে বিক্রয় করা হয়

সংগঠনের অর্জন
পবিত্র কোরআনের একটি আয়াতে বর্ণিত আছে “ যারা আল্লাহর কিতাব আবৃত্তি করে, নামাজ কায়েম করে এবং আমি তাদের জীবনের যে উপকরণ দিয়েছি তা থেকে গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করে, তারাই আশা করতে পারে তাদের ব্যবসা ব্যর্থ হবে না- এজন্য যে, আল্লাহ তাদের কর্মের পূর্ণ প্রতিফলন দেবেন এবং নিজ অনুগ্রহে আরো বেশি দেবেন। তিনি ক্ষমাশীল, গুণগ্রাহী ।”
সূরা-ফাতিরঃ ২৯-৩০ আয়াত
উপরোক্ত আয়াতের পরিপ্রেক্ষিতে আমরাও মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি আমাদের সকলের চেষ্টা এবং পরিশ্রমের উপযুক্ত প্রতিফলন দেবার জন্য৷
রিয়াদুল মুসলিমাত এর কিছু প্রাপ্তি বা অর্জন আমাদের সকলের পরিশ্রমের ক্লান্তিকে নিমিষেই হাসিতে রুপান্তর করে। এর মধ্যে
* রিয়াদুল মুসলিমাত শিশু শিক্ষালয় বর্তমানে অত্র এলাকায় স্বগৌরবে সর্বোচ্চ সুনামের সাথে পরিচালিত হচ্ছে৷
* রিয়াদুল মুসলিমাত অনাথ বালিকা নিবাসের উল্লেখজনক সংখ্যার শিক্ষার্থী বর্তমানে উচ্চ শিক্ষায় শিক্ষিত ৷
* ২৮-০৮-২০১৯ ইং তারিখে অনুষ্ঠিত বঙ্গবন্ধু অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতায় নামকরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে অত্র সংগঠনের শিক্ষার্থীরাও অংশগ্রহন করে এবং এদের মধ্যে ২ জন সফলতম স্থান অধিকার করে ।
* ২০১৯ সালের ৫ম শ্রেণি সমাপনী পরীক্ষায় অংশগ্রহন করে এক শিক্ষার্থী জি.পি.এ ৫ পেয়ে সাধারণ ক্যাটাগরীতে বৃত্তি পায়।
* এস.এস.সি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য ২ জন শিক্ষার্থীকে সার্বিক তত্ত্বাবধানে রাখা হয়। পরবর্তীতে এস.এস.সি ফাইনাল পরীক্ষায় তাদের সফলতা যেন সত্যিই প্রশান্তির।
ভবিষ্যৎ পরিকল্পনা
- রিয়াদুল মুসলিমাত অনাথ বালিকা নিবাসটির শিশু সংখ্যা ৫০ থেকে ৪০০ উন্নীত করা।
- আরবি ভাষা শিক্ষা কোর্স চালু করা।
- Learn To Earn কার্যক্রমের আওতায় সকল শিক্ষার্থীদেরকে যুগোপযোগী করে তোলার লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণ, মোবাইল মেরামত, Electric Wiring কোর্স চালু করা।
- রিয়াদুল মুসলিমাত শিশু শিক্ষালয় এর শিক্ষা কার্যক্রম এস.এস.সি পরবর্তী শিক্ষা ব্যবস্থা চালু করা।
- শিক্ষার্থীদের বিজ্ঞিান ভিত্তিক জ্ঞান বৃদ্ধির জন্য আধুনিক বিজ্ঞান ল্যাব প্রস্তুত করা।