আমাদের সম্পর্কে
আমাদের সমাজে একটি বৃহত্তর জনগোষ্ঠী দারিদ্রসীমার নিচে বাস করছে। সেখানে তারা মৌলিক অধিকারের প্রায় সবরকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বিত্তশালীদের
সামান্য সহযোগীতায় এই সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘঠান কিছুটা হলেও সম্ভব। আল্লাহ সুবহানাহু তা’আলার সৃষ্ট সেরা জীব হিসেবে
আমাদের দায়িত্ব ও কর্তব্য রয়েছে এই অবহেলিত মানুষগুলোর জন্য কিছু করার। এই দায়িত্বানুভূতি থেকেই সমাজের অবহেলিত নারী ও শিশুদের কল্যাণে কয়েকজন
পরিশ্রমী, বিচক্ষণ, সমাজ সচতেন, উদ্যোগী মুসলিম নারীর উদ্যোগে ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয় “রিয়াদুল মুসলিমাত”।
সংগঠনের যাত্রা শুরু হয় প্রতিষ্ঠাতা সভানেত্রী নুরসিয়া হকের অধিনস্থদের ৪ জন শিশু সন্তানদের নিয়ে। যা তিনি শুরু করেন নিজেদের বাড়ির একটি গ্যারেজে।
প্রাথমিক পর্যায়ে তিনি আরবী এবং দ্বীনি শিক্ষা ব্যবস্থা দিয়ে তার পথচলার হাতেখড়ি করেন। ধীরে ধীরে তিনি তার মেধা, শ্রম এবং আগ্রহের মাধ্যমে পর্যায়ক্রমে
বিদ্যার্থীর সংখ্যা বাড়াতে সক্ষম হন। এই সময় দুস্থ ও এতিম শিশুদের প্রতি নুরসিয়া হকের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে তার অক্লান্ত পরিশ্রমের অংশীদার হিসেবে
আরও ৪ জন বুদ্ধিদিপ্ত, বিচক্ষণ এবং পরিশ্রমী নারী তার এই মহৎ কাজের সাথে নিজেদের যুক্ত করেন। তারা হলেন- শাহীনা পারভীন, রোজী হোসেন, শাহানা রেজওয়ান এবং রওশন আরা বেগম ।
পরবর্তীতে প্রতিষ্ঠানটির সদস্য সংখ্যা এবং শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করলে এটি লালমাটিয়ায় একটি ভাড়া বাড়িতে স্থানান্তর করা হয়। এক পর্যায়ে প্রতিষ্ঠানটি সকলের সহযোগিতায় আদাবর এলাকায় প্রায় ৪ কাঠার নিজস্ব একটি জমি ক্রয় করে এবং সময় সাপেক্ষে সেখানে একটি পাঁচ তলা ভবন নির্মাণ করে। বর্তমানে নিজস্ব সেই পাঁচতলা ভবনেই রিয়াদুল মুসলিমাত এর সকল কার্যক্রম পরিচালনা করা হয়।

নুরসিয়া হক
প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন সভাপতি
লক্ষ্য
মহান আল্লাহ সুবানাহু তা'আলার সম্ভষ্টি অর্জনই একমাত্র লক্ষ্য

উদ্দেশ্য
- সংগঠনের আওতাভূক্ত এলাকার অধিবাসীগণের মধ্যে একতা, বিশ্বাস, শৃঙ্খলা, মানবতাবোধ ও সহনশীলতা জাগাতে প্রয়সী।
- দুঃস্থ মহিলা ও শিশুদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বি হতে সাহায্য করা।
- যে কোন মহৎ কাজের জন্য সদস্যবৃন্দকে প্রস্তুত রাখা।
- সামাজিক ও ধর্মীয় জ্ঞানের আলো বিস্তারের জন্য পাঠাগার গড়ে তোলা।
- দরিদ্র শিশুদের জন্য অবৈতনিক মাদ্রাসা ও বিদ্যালয়ের ব্যবস্থা করা।
- বেকার দুঃস্থ মেয়ে শিশু ও মহিলাদের হাতে কলমে কারিগরি শিক্ষাদানের ব্যবস্থা করা।
- মহিলাদের শিল্প ও সাহিত্যিক পরিমন্ডলের সাথে পরিচয় করার লক্ষ্যে পত্রিকা প্রকাশ করা।
- নির্যাতিত দুঃস্থ মহিলা ও অসহায় শিশুদের এবং প্রাকৃতিক দুর্যোগে বিপদগ্রস্থদের পুনর্বাসনের ব্যবস্থা করা।
- অনাথ বালিকাদের জন্য এতিমখানা প্রতিষ্ঠা করা।
- সুস্থ স্যানিটেশন এবং বিশুদ্ধ পানি নিশ্চিতকরনের লক্ষ্যে কার্যক্রম গ্রহন করা।
আদাবর-১০ এ অবস্থিত রিয়াদুল মুসলিমাত এর নিজস্ব ভবনে সংগঠনের সম্মানিত সদস্য এবং বেতনভুক্ত কর্মী দ্বারা পুর্ব পরিকল্পিত সকল কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
২৪/৭ সিসিটিভি মনিটরিং
সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা
এটেন্ডেন্স মেশিন
আই পি এস ব্যবস্থা
বিশুদ্ধ পানির ব্যবস্থা
প্রজেক্টর ও কম্পিউটার ল্যাব
ইন্টারনেট ও ফটোকপিয়ার ব্যবস্থা
স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন

আমাদের কিছু সংখ্যা
আমাদের এই পথ চলায় সম্মানিত সদস্যদের সকল সহযোগিতা একান্ত বিনয়ের সাথে স্মরণ করছি এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ।